You dont have javascript enabled! Please enable it! জগন্নাথপুর গ্রাম গণকবর | চুয়াডাঙ্গা - সংগ্রামের নোটবুক

জগন্নাথপুর গ্রাম গণকবর, চুয়াডাঙ্গা

বর্তমান চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার জগন্নাথপুর গ্রামে রয়েছে আটজন মুক্তিযোদ্ধার গণকবর। দুটি গর্তে চারজন করে মুক্তিযোদ্ধা এখানে শায়িত আছেন। মসজিদের ইমাম ও গ্রামবাসীদের অনুরোধে লাশগুলোকে কেবল গর্ত করে মাটিচাপা দেয়ার অনুমতি দেয় হানাদাররা। বাগোয়ান গ্রামের কুখ্যাত পাকিস্তানের দালাল কুবাত খানের ষড়যন্ত্রে ৫ আগস্ট পাকসেনাদের সাথে সম্মুখযুদ্ধে এই আটজন তরুণ মুক্তিযোদ্ধা শহীদ হন। এই আটজন শহীদ হলেন- হাসান জামান, খালেদ সাইফুদ্দিন আহমদ তারিক, আলাউল ইসলাম খোকন, রবিউল ইসলাম, রওশন আলম, আবুল কাশেম, কিয়ামুদ্দিন ও আফাজউদ্দীন।
[৩৮] ডা. এম.এ. হাসান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত