চাঁদের হাট গণহত্যা, ফরিদপুর
চাঁদের হাট ফরিদপুরের একটি গ্রামের নাম। হানাদাররা সেপ্টেম্বর মাসে এই গ্রামটা ঘিরে ফেলে। এই গ্রামের বাগানের মধ্যে একটা ডোবা ছিল। গাছপালায় ঢাকা ছিল এই শুকনো ডোবা। সে জন্য গ্রামের মহিলা ও শিশুরা হানাদারদের ভয়ে ঐ ডোবার ভেতরে গিয়ে আশ্রয় নেন। কিন্তু আত্মগোপন করেও সেদিন তাঁরা রক্ষা পাননি। হানাদার বাহিনীর স্টেনগান ও মেশিনগানের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ঐ ডোবায় আশ্রয় নেয়া ১৬১ জন মানব সন্তানের বুক। শুকনো ডোবা সেদিন মানুষের রক্তে ভরে উঠেছিল।
[৩৪] ডা. এম.এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত