চকেরবাজার নির্যাতন কেন্দ্র, সিলেট
১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে পাক হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকারেরা সিলেটের কালাগঞ্জের চকের বাজারকে নির্যাতন কেন্দ্রে পরিণত করে। সিলেটের বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধা ও সাধারণ বাঙালিদের বন্দি করে আনত পাকবাহিনী ও রাজাকারেরা। তারপর বন্দিদের আটকে রেখে অমানুষিক নির্যাতন চালাত।
[৫৫] গুলনাহার তুহীন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত