চরবালুধম হত্যাকাণ্ড, ফরিদপুর
জুন-জুলাইয়ের ঘটনা। সালাউদ্দিন ও সহযোদ্ধারা ফরিদপুরের পদ্মাপাড়ে চরবালুধমের (কোতোয়ালি) কোরবান আলীর বাড়িতে আশ্রয় গ্রহণ করে। কতিপয় রাজাকার পাকসেনা দলকে পথ দেখিয়ে আনে। পাকসেনারা দুপুর ১২টায় বাড়িটির ওপর চড়াও হয়ে গুলি করতে থাকে। মুক্তিযোদ্ধারা গুলি করতে করতে পিছু হটে। মুক্তিযুদ্ধে কবির শহীদ হন। ঐ দিন এলাকা থেকে ১৯ জন যুবককে ধরে নিয়ে যায় এবং গোয়ালন্দঘাটে জাহাজের ওপর থেকে গুলি করে নদীতে লাশ ভাসিয়ে দেয়।
[১৫] আবু সাঈদ খান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত