গোভীপুর গণহত্যা, মেহেরপুর
এপ্রিলের ২৯ তারিখে পাক সৈন্যরা স্থানীয় দালালদের সহযোগিতায় ভৈরবের পশ্চিম তীরে যাদবপুর-গোভীরপুর প্রভৃতি গ্রামে অগ্নিসংযোগ, লুটতরাজ ও নারী নির্যাতন করে। সেই সঙ্গে ৮ জন স্বাধীনতা-প্রিয় বাঙালিকে গোভীপুর থেকে ধরে এনে মেহেরপুরে কোর্ট বিল্ডিংয়ের সামনে একত্রে হত্যা করা হয়।
[১০৩] রফিকুর রশীদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত