গোমস্তাপুর বাজারপাড়া গণহত্যা, নওয়াবগঞ্জ
পাকহানাদার বাহিনী রহনপুর দখল করে স্বাধীনতাবিরোধী চক্রের সহায়তায় তাদের অবস্থান মজবুত করে বিভিন্ন গ্রামে অপারেশন, ধরপাকড়, নির্যাতন ও হত্যাযজ্ঞ চালায়। প্রতিটি ক্ষেত্রে দেশীয় দালালরা হানাদার বাহিনীকে প্রত্যক্ষ সহযোগিতা করেছে তারা ২৩ এপ্রিল, শুক্রবার, বেলা ১টার সময় গোমস্তাপুর বাজারপাড়ায় অপারেশন চালায় পাকহানাদার বাহিনী নিম্নবর্ণের নিরীহ নিরপরাধ আবালবৃদ্ধবনিতা ৩৫ জন নাগরিককে ধরে এনে গোমস্তাপুর বাজারপাড়ার খালের ধারে লাইনে দাঁড় করিয়ে ব্রাশফায়ারে নির্মমভাবে হত্যা করে হায়েনার দল নিমিষে জ্বালিয়ে-পুড়িয়ে দেয় বাড়ি-ঘর।
[৫৮৭] মোহাম্মদ রবিউল ইসলাম
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত