You dont have javascript enabled! Please enable it! গরীবুল্লাহ শাহ্‌ মাজারের পার্শ্বস্থ বধ্যভূমি | চট্টগ্রাম - সংগ্রামের নোটবুক

গরীবুল্লাহ শাহ্‌ মাজারের পার্শ্বস্থ বধ্যভূমি, চট্টগ্রাম

চট্টগ্রামের সবচেয়ে মর্মান্তিক ও লোমহর্ষক হত্যাকাণ্ড সংগঠিত হয় দামপাড়া গরিবুল্লাহ শাহ্‌ মাজারের পার্শ্বস্থ বধ্যভূমিতে। এই বধ্যভূমিতে প্রায় ৪০ হাজার বাঙ্গালিকে হত্যা করা হয়। ৭১ – এর ৩০ মার্চ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত অতিরিক্ত বৃষ্টির দিন ছাড়া প্রত্যাহ সন্ধ্যায় কড়া মিলিটারি প্রহয়ায় ৫ থেকে ৬ টি ট্রাক বোঝাই নিরীহ লোক ধরে এখানে নিয়ে আসা হত। প্রতাহ হত্যাযজ্ঞের শুরুতে লাশ পুঁতেবার জন্য এখানে গভির গর্ত করা হতো। এরপর হতভাগ্যদের চোখ বেঁধে লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে এই গর্তে মাটিচাপা দেয়া হতো। মাত্র কয়েক দিনের লাশে এই গর্ত ভর্তি হয়ে গেলে সদ্য মৃত লাশগুলকে ট্রাকে তুলে অন্যত্র সরিয়ে ফেলা হতো।
[৩৪] ডা. এম. এ . হাসান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত