খিদুর গণহত্যা, সিলেট
পাকিস্থানি হায়নার দল খিদুর গ্রামে প্রবেশ করার আগেই তাদের আগমন সংবাদ জানাজানি হয়ে যায়। ফলে ভয়ে –আতঙ্কে গ্রামবাসী ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে থাকে। প্রায় জনশূন্য হয়ে যায় খিদুর গ্রাম। তারপরও দালাল রা পাকসেনাদের নিয়ে যায় বাড়ি বাড়ি। খুঁজতে থাকে গ্রামবাসীকে। নিজ নিজ বাড়ি থেকে ধরে এনে ৯ জন গ্রাম বাসীকে একত্রে করে তারা এগিয়ে যায় মস্তফা পুরের দিকে। সে গ্রামের পাশ্বর্বতী একটি সেতুর উপর উঠার পর তাদের যাত্রা বিরতি ঘটে। তারপর বন্দিদের একটি সুশৃঙ্খল সারিতে দাঁড় করানো হয়। বারবার পরখ করে নেয়া হয় সারিটি। পরখ করার কাজ শেষ হওয়ার পরপরই সামনে দাড়ানো একজন অস্ত্রধারী পাকসেনার হাতে ধরা আগ্নেয়স্ত্রটি গর্জন করে ওঠে। সাথে সাথে লুটিয়ে পড়েন ৯ জন গ্রামবাসী। পরেরদিন গ্রামের কিছু সাহসী লোক এসে সেতুর নিচেই তাদের মৃতদেহ গুলো মাটিচাপা দিয়ে রাখেন।
[৪৬] তাজুল মোহাম্মদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত