খাজাঞ্চি বাড়ি বধ্যভূমি, সিলেট
২৯ মে সিলেট শহরের নয়া সড়কস্থ খাজাঞ্চি বাড়ি নামে পরিচিত বিশ্বনাথ চক্রবর্তীর বাড়িতে পাক হানাদাররা গণহত্যা চালায়। হানাদাররা ঐ বাড়ির লোকজন দিয়ে সারাদিন ধরে একটি ‘এল’ আকারের গর্ত খোড়ায়। রাত ৯টায় আবার ফিরে এসে খেতে বসা অবস্থায় সবাইকে ডেকে এনে গর্তের কাছে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। বিশ্বনাথ চক্রবর্তী কোনো রকমের পালিয়ে বাঁচলেও তাঁর পরিবারের অন্যান্য সবাই নিহত হন।
[৩৪] ডা. এম. এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত