কুষ্টিয়ার বিভিন্ন বধ্যভূমি, কুষ্টিয়া
কুষ্টিয়া মহাশ্মশান, স্টেশন রোডের ১নং মাল্গুদাম, বাজার পুকুরের পার্শ্ববর্তী এলাকা, গড়াই নদীর ধারে জুয়েল অ্যালুমিনিয়াম ফ্যাক্টরির অভ্যন্তরে এখনো কালের সাক্ষী হয়ে রয়েছে একটি ভেটুল গাছ। ইংরেজি ওয়াই অক্ষরের মতো এর দুটি বিস্তারিত শাখার মাঝখানে জোর করে মাথা চেপে রেখে ধারাল অস্ত্র দিয়ে হত্যা করা হতো। মিলপাড়ায় কোহিনুর বেকারির মালিককে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। শহরের বিশিস্ট ব্যক্তিদের হত্যা করা হয়।
[১৩৭] আবুল আহসান চৌধুরী ও সুকুমার দাশ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত