কাদিপুর গণহত্যা, মৌলভীবাজার
মৌলভীবাজার চাতলগাও গ্রামটি কাদিপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত। চাতলগাও ছাড়াও কাদিপুর ইউনিয়নের অন্যান্য স্থানে হানা দিয়েছে পাকিস্তানি হানাদার বাহিনী। হত্যাকাণ্ড পরিচালনা করেছে অনেক স্থানে।
কাদিপুর গ্রামে ছিল বিধান কৃষ্ণ সোমের বাড়ি। স্থানীয় দালালরা চেয়েছিল তাঁর বাড়ি দখল করতে। তাই তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চায় তারা। বিধান কৃষ্ণ সোম তখন প্রাণভয়ে বাড়ি ছেড়ে পালান। আত্মগোপনে বেশ কদিন কাটাবার পর একদিন খোঁজখবর নিতে আসেন নিজের বাড়িতে। এই সময় মকবুল আলী নামে জনৈক দালালের প্ররোচনায় পাকবাহিনী ও তাঁদের এ দেশীয় দোসর রাজাকাররা ধরে নিয়ে এসে তাকে হত্যা করে কুলাউড়ায় এনে। হোসেনপুর গ্রামের নানু মিয়া এবং ধীরেন্দ্র চন্দ্র শীলকে বাড়ি থেকে ধরে এনে হত্যা করেছে পাকবাহিনী একইভাবে। আমির উদ্দিনের বাড়ি ইউনিয়নের কৌলা রশি গ্রামে। তাকেও হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। শারীরিক নির্যাতন করেছে সৈয়দ শফিকুর রহমানসহ অনেকের ওপর।
[৪৬] তাজুল মোহাম্মদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত