কাচারি চত্বর রিভারভিউ হাইস্কুল ও ভূরুঙ্গামারী সিও অফিস নির্যাতন কেন্দ্র, কুড়িগ্রাম
পাক হানাদার বাহিনী কাচারি চত্বর (বর্তমান ডিসি অফিস) ও কুড়িগ্রাম রিভারভিউ হাইস্কুলসহ শহরের বিভিন্ন স্থানে ক্যাম্প স্থাপন করে। পাকবাহিনীর সদস্যরা বিভিন্ন স্থান থেকে লোকজন ধরে নিয়ে এসে পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করেছে। তাঁদের হাতে নির্যাতিত ও ধর্ষিত হয়েছে শতশত নারী। ১৪ ডিসেম্বর ভূরুঙ্গামারী মুক্ত হলে এমনি এক চিত্র পাওয়া যায়। ভূরুঙ্গামারী সিও অফিস (বর্তমান থানা পরিষদ কার্যালয়)-এর দোতলা থেকে ধর্ষিত ও আটক রাখা ২০-৩০ জন তরুনীকে উদ্ধার করা হয়।
[১৩৭] সুকুমার বিশ্বাস
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত