কাজলার ঘোষপাড়া গণকবর, রাজশাহী
কাজলার (রাজশাহী) বিস্তীর্ণ এলাকাজুড়ে ছিল মানুষের কঙ্কাল ও মাথার খুলি। বিভিন্ন স্থান থেকে বাঙালিদের ধরে এনে কাজলার ঘোষপাড়া এলাকায় হত্যা করা হতো। আর এ কাজটি নিখুতভাবে করেছিল আলবদর ও রাজাকাররা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ সীমানায় রাজশাহী-নাটোর সড়কের পাশে কাজলায় আবিষ্কৃত হয় অন্য একটি গণকবর। এখানে পাওয়া যায় শতাধিক শহীদের মাথার খুলি, হাড়, কঙ্কাল। রাজশাহী কোর্ট এলাকার গৃহবধূ নয়ন বানু কঙ্কালের হাতে বাঁধা একটি ঘড়ি দেখে তাঁর নিখোঁজ স্বামীকে শনাক্ত করেন।
[৩৪] ডা. এম. এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত