কাজীপুর গণহত্যা ও গণকবর, মেহেরপুর
গাংনী থানার কাজীপুর গ্রামের কমপক্ষে ১৬ জন সাধারণ মানুষ পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে শহীদ হয়েছেন। এর মধ্যে ৩০ মে এবং ২ জুন তারিখের গণহত্যার শিকার হন ৭-৮ জন গ্রামবাসী। ভারতের ফুলবাড়ি ক্যাম্প থেকে একদল মুক্তিযোদ্ধা ১৫ আগস্ট গাংনী থানার সাহেবনগরে বিশেষ অপারেশনে এসে পাকবাহিনীর অতর্কিত আক্রমণের শিকার হন। এঁদের মধ্যে নায়েব সুবেদার আবুল কাশেম, হাবিলদার আব্দুস সালাম এবং সেপাই আসাদুজ্জামান একটি ঘরের মধ্যে গুলিবিদ্ধ হন। অতঃপর নরপশুরা ঐ ঘরে আগুন লাগিয়ে উল্লাশ করে। এ দিন আরও ৩ জন গ্রামবাসীও শহীদ হন। দুদিন পর ৬ জন শহীদের মৃতদেহ কাজীপুর গ্রামের শেষপ্রান্তে নিয়ে এসে কবরস্থ করা হয়।
[১০৩] রফিকুর রশীদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত