আন্দুলিয়া উত্তরপাড়া মসজিদের পাশে গণহত্যা, ডুমুরদিয়া, খুলনা
পাকিস্তানি সেনাবাহিনী ও তাঁর দোসর রাজাকাররা গনহত্যায় এতই উন্মত্ত হয়ে পড়ে যে, মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান শবে বরাতের মতো পবিত্র রাতেও তারা গণহত্যা চালাতে দ্বিধা করেনি। ধর্মের লেবাসধারী পাকিস্তানি সেনাবাহিনী আন্দুলিয়া গ্রামে প্রবেশ করলে রাস্তার মদ্যে কাদায় তাঁদের গাড়ি আটকে যায়। এমতাবস্থায়, শবে বরাতের রাতে নামাজরত মুসল্লিদের মসজিদ থেকে ডেকে এনে কাদায় আটকে পড়া গাড়িটি উদ্ধারের কাজে নিয়োজিত করে। কাজ শেষে তাঁদেরকে মসজিদে আর নামাজ পড়ার জন্য প্রবেশ করতে দেয়া হয়নি। উদ্ধার কাজ শেষে মসজিদের পাশে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তাঁদেরকে গুলি করে নির্মমভাবে হত্যা করে। আন্দুলিয়া উত্তরপাড়ার এই মসজিদটি প্রতি শবে বরাতের রাতে এলাকার মানুষকে এখনো সেই নির্মম হত্যার কথা মনে করিয়ে দেয়।
[১২৪] মোহাম্মদ সুলতান আহমেদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত