আমড়াতলি ইউনিয়ন গণকবর, কুমিল্লা
’৭১-এর ১১ সেপ্টেম্বর কুমিল্লার আমড়াতলি ইউনিয়নের ধনঞ্জয় খন্ডকার বাড়ির ২৬ জন নারী-পুরুষ-শিশু মারফত আলীর বাড়িতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে যাবার সময় পাক আর্মিরা নির্বিচারে গুলি করে তাঁদের হত্যা করে। খন্দকার বাড়ি ছাড়াও অন্যান্য স্থানে হত্যা করা হয় আরও ১০ জনকে। হত্যাকাণ্ডের পর আব্দুল খালেক ডাক্তারসহ আরও ৬-৭ জন শহীদকে নিয়ে গণকবর দেয়া হয়।
[৩৪] ডা. এম. এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত