You dont have javascript enabled! Please enable it! অটলা গণহত্যা | ব্রাহ্মণবাড়িয়া - সংগ্রামের নোটবুক

অটলা গণহত্যা, ব্রাহ্মণবাড়িয়া

পাকসেনাবাহিনী মে মাসের শেষদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অটলা গ্রামে আওয়ামী লীগ নেতা হামিদুর রহমান হামদু মিয়ার বাড়িতে অতর্কিত আক্রমণ করে নির্বিচারে গণহত্যা চালিয়ে হামদু মিয়ার চাচা মনু কন্ট্রাক্টর, আবু বকর (বাড়ি ফুলবাড়িয়া, মামার বাড়িতে বেড়াতে এসেছিল), আওয়ামী লীগ নেতা অ্যাড. আ. রহমানের বাবাসহ ৭ জনকে হত্যা করে। ঘটনা সূত্রে জানা যায়, পাক হানাদারদের দোসর রাজাকাররা পাকিস্তানি সৈন্যদের ধারণা দিয়েছিল হামিদুর রহমান আওয়ামী লীগ নেতা এবং সেই বাড়িতে মুক্তিযোদ্ধারা অবস্থান করেছে। এই তথ্যের ভিত্তিতে পাকিস্তানি সৈন্যরা অটলা গ্রামে গণহত্যা চালায়।
[৫৬১] শাহজাহান আলম সাজু

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত