বিপ্লবী বাংলাদেশ
২৬শে ডিসেম্বর ১৯৭১
পাকিস্তানে সামরিক বিপর্যয়ের চীন ও আমেরিকা একত্রে পরাজয় বরণ করেছে
মস্কো ২৬শে ডিসেম্বর—পাকিস্তান ভারতের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের যে হুমকি দিয়েছে, সে সম্পর্কে সোভিয়েট কম্যুনিষ্ট পার্টির সরকারী মুখপাত্র “প্রাভদা” আজ তীব্র সমালোচনা করেছে। অবশ্য প্রাভদা পত্রিকায় পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টোর নাম সরাসরি উল্লেখ করা হয় নি।
প্রাভদা পত্রিকার প্রকাশিত এক প্রবন্ধে বলা হয় যে, যারা ভারত-পাক উপ-মহাদেশে উত্তেজনা বৃদ্ধিতে আগ্রহী তাদের মতলব ভেস্তে যাওয়া সত্ত্বেও তা তারা মেনে নিতে পারছেন না।
এই প্রবন্ধে আরও বলা হয়—মার্কিণ যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর ঘোরাঘুরি করছে। যারা পূর্ব পাকিস্তানের জনগণের স্বাধীনতা সংগ্রাম দমনের জন্য মদত দিচ্ছিল। সেখানকার অত্যাচারী সেনাবাহিনীর পরাজয়ের পর তারাই এখন ভারতের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের হুমকী দিচ্ছে এবং নিজেদের সামরিক শক্তি প্রদর্শনে মেতে উঠেছে।
প্রাভদার এই প্রবন্ধে মার্কিণ পত্র-পত্রিকাগুলির কয়েকটি মন্তব্য উদ্ধৃত করে বলা হয় যে, পাকিস্তানের সামরিক বিপর্যয়ের ফলে মার্কিণ যুক্তরাষ্ট্রের প্রভাব ও মর্যাদা ক্ষুন্ন হয়েছে এবং সর্বপ্রথম মার্কিণ যুক্তরাষ্ট্র ও চীন একত্র পরাজয় বরণ করলো।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল