You dont have javascript enabled! Please enable it! 1971.12.26 | মার্কিন বর্বরতা! উত্তর ভিয়েতনামে ভয়াবহ বিমান আক্রমণ | বিপ্লবী বাংলাদেশ - সংগ্রামের নোটবুক

বিপ্লবী বাংলাদেশ
২৬শে ডিসেম্বর ১৯৭১

মার্কিন বর্বরতা!
উত্তর ভিয়েতনামে ভয়াবহ বিমান আক্রমণ

সায়গন, ২৬ ডিসেম্বর—মার্কিণ যুক্তরাষ্ট্র ভিয়েতনামের ওপর হিংস্রতম বিমান আক্রমণ চালিয়ে যুদ্ধ পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলতে চাইছে।
গত বছর মে মাস থেকে উত্তর ভিয়েতনামকে বোমার আঘাতে চূর্ণ করার যে নীতি তারা নিয়েছিল আজ তা হিংস্রতম রূপ নেয়। এ-পি জানাচ্ছে, দু-শ মার্কিন জঙ্গী বিমান আজ উত্তর ভিয়েতনামের ওপর ভয়ঙ্কর আক্রমণ চালায়। যে মাসের কর্মসূচী অনুযায়ী এটি নবম বিমান অভিযান।
মার্কিন সামরিক কম্যান্ড থেকে ঐ বিমান আক্রমণের অজুহাত দেওয়া হয়েছে এই বলে যে, “দক্ষিণ ভিয়েতনামে ক্ষীয়মাণ মার্কিন সৈন্যদের শত্রুরা বিপদগ্রস্ত করে তোলায় ঐ বিমান অভিযান চালানো হয়েছে।”
আর একটি সংবাদে জানা গেল যে, গেরিলাদের আক্রমণ এখন কাম্বোডিয়ার রাজধানী নমপেনের কাছে কেন্দ্রীভূত হয়েছে।
গত গ্রীষ্মে নমপেনের ২৪ কিলোমিটার দূরে যে গ্রামে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল—গেরিলাদের স্থলবাহিনী বড়দিনে সেখানে প্রচন্ড আক্রমণ চালিয়েছে।
আজকের বিমান আক্রমণে ৩৫৭টি মার্কিন বিমান অংশ নেয়।
উত্তর ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফান ভ্যান ডং জানান ৫টি মার্কিনী যুদ্ধ বিমান গুলি করে নামানো হয়েছে। ‘তাস’ জানিয়েছে, এই আক্রমণকে গুরুতর উস্কানি বলে শ্রী ডং আখ্যা দেন।

সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল