You dont have javascript enabled! Please enable it! 1971.12.19 | বিশ্বশান্তি পরিষদের ধিক্কার | বিপ্লবী বাংলাদেশ - সংগ্রামের নোটবুক

বিপ্লবী বাংলাদেশ
১৯শে ডিসেম্বর ১৯৭১

বিশ্বশান্তি পরিষদের ধিক্কার

মস্কো, ১৫ই ডিসেম্বর—মার্কিণ যুক্তরাষ্ট্র দ্বারা সপ্তম নৌবহরকে বঙ্গোপসাগরে প্রেরণ করার কাজকে বিশ্বশান্তি পরিষদ উস্কানীমূলক কাজ বলে তীব্র নিন্দা করেছেন। সাম্রাজ্যবাদীদের এই তৎপরতাকে বাংলাদেশের জনগণের প্রতি হুমকি বলে অভিহিত করা হয়েছে।

সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল