বিপ্লবী বাংলাদেশ
১৯শে ডিসেম্বর ১৯৭১
না(নিয়া)জি বীভৎসতা!
গত মহাযুদ্ধের কুখ্যাত জার্মান কনসেনট্রেশন ক্যাম্পের অত্যাচারের ইতিহাস বিশ্ববাসীর চিরকালের নিন্দার বস্তু হয়ে রয়েছে। কিন্তু পাক বর্বরতা তাকেও হার মানিয়েছে। নাৎসি বাহিনীর কায়দায় পাকবাহিনী তাদের অন্তিমকালের ‘অল বদর’ নামে সেরূপ একটি ধর্মোন্মত্ত মুসলিম সংস্থা গঠন করে পৈশাচিক তান্ডবনীতি পতনের শেষ কয়দিন চালিয়ে যায়। এরা নারীধর্ষণ থেকে সুরু করে শেষ কয়দিনে বুদ্ধিজীবিদের যে ভাবে ধরে এনে হত্যা করেছে তাঁর কথা সম্প্রতি জানা যাচ্ছে। ঢাকা বুড়ীগঙ্গার অপর তীরে ‘রায়ের বাজার’ নামে এক জলভূমিতে মৃতদেহগুলি আবিষ্কৃত হবার পরই এই নৃশংস হত্যাকান্ডের কথা জানা যায়। আজ আমেরিকার পতাকা থেকে নিশ্চয়ই তারাগুলো খসে গেছে, নয় গণতন্ত্রের বুলির আড়ালে তাদের বিবেক এত স্তব্ধ থাকতে পারতো না।
কিন্তু মুক্তিবাহিনী ও বাংলাদেশের সংগ্রামী মানুষ ও পৈশাচিকতা কখনই বরদাস্ত করবেনা—কারণ এ পৈশাচিকতা কোনও আন্তর্জাতিক চুক্তিতে স্থান পায় না। তাই বাংলাদেশের দিকে দিকে ‘অলবদর’ ও এ জাতীয় পিশাচদের খুঁজে চিরতরে উৎখাত করার অভিযান শুরু হয়েছে।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল