বিপ্লবী বাংলাদেশ
৫ই ডিসেম্বর ১৯৭১
মুক্তাঞ্চলে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক
খুলনা ৩০শে নভেম্বর। বাংলাদেশ মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কর্ণেল ওসমানী গত ২৯শে নভেম্বর খুলনা জেলার কালিগঞ্জ থানা, দেবহাটা থানা, নলতা, এবং পারুলিয়া সফর করেন। তিনি উল্লিখিত স্থানগুলিতে কতিপয় জনসভায় ভাষণ দেন। কর্ণেল ওসমানী তাঁর ভাষণে বলেন, যেসব জায়গায় স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ানো হয়েছে, সে সকল পতাকা রক্ষা করার দায়িত্ব জনসাধারণের।
তিনি বলেন যে যাদের হাতে অস্ত্র নেই তারাও মুক্তিযোদ্ধা। বাংলাদেশের সকল মানুষই আজ মুক্তি যুদ্ধের অংশীদার।
কর্ণেল ওসমানী ৯ নং সেক্টরের কতিপয় ফ্রন্ট লাইন পরিদর্শন করেন, এবং এসময় তাঁর সাথে ছিলেন ৯ নং সেক্টরের কমান্ডার মেজর এম.এ. জলিল, ক্যাপ্টেন হুদা, এবং শেখ মুজিবের জ্যেষ্ঠপুত্র শেখ কামাল।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল