বিপ্লবী বাংলাদেশ
৫ই ডিসেম্বর ১৯৭১
মুক্তাঞ্চলে জনাব কামরুজ্জামানের ভাষণ দান
খুলনা ১লা ডিসেম্বর।
স্বরাষ্ট্রমন্ত্রী জনাব কামরুজ্জামান গত ১লা ডিসেম্বর কালিগঞ্জ থানায় এক বিরাট জনসভায় ভাষণ দেন। তিনি তাঁর ভাষণে বলেন যে, বাংলাদেশে হবে শোষণহীন সমাজ ব্যবস্থা। তিনি চোরাচালানী ও মুনাফাখোরদের হুঁশিয়ার করে বলেন যে তারা যদি এই পথ থেকে সরে না দাঁড়ায় তবে তার জন্য উপযুক্ত শাস্তি পেতে হবে।
জনাব কামরুজ্জামান ঘোষণা করেন যে, দেশের সকল চা বাগান সহ বৃহৎ শিল্প প্রতিষ্ঠানসমূহকে জাতীয় করণ করা হবে এবং ছোট ছোট শিল্প প্রতিষ্ঠান সমূহে শ্রমিকদের অংশীদার করার ব্যবস্থা থাকবে।
তিনি বলেন যে, এখন হতেই সকল গ্রামে পঞ্চায়েত প্রথা প্রবর্তন করা হবে এবং এসকল পঞ্চায়েতের সদস্য হবেন যাঁরা গ্রামের সৎ ব্যক্তি। যুবকদের নিয়ে গ্রামে গ্রামে গণবাহিনী গঠন করা হবে। তিনি মুক্তিযোদ্ধাদের প্রশংসা করে বলেন যে, তাঁরা তাদের দায়িত্ব ও ত্যাগের যে পরিচয় দিয়েছেন তার জন্য নিরস্ত্র দেশবাসী তাঁদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবে। জনাব কামরুজ্জামান মুক্তিবাহিনীর কতিপয় অগ্রবর্তী ঘাঁটি পরিদর্শন করেন।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল