বিপ্লবী বাংলাদেশ
২১ নভেম্বর ১৯৭১
এ বৎসরেই ঢাকায় স্বাধীন বাংলার পতাকা উড়বে
—কর্ণেল ওসমানী
অতি সম্প্রতি একটি প্রভাবশালী ইংরেজী সাপ্তাহিক পত্রিকার এক সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকারে বাংলাদেশ মুক্তিবাহিনীর প্রধান অত্যন্ত জোরের সঙ্গে বলেন যে, আমাদের মুক্তিবাহিনী এখন এত দ্রুততার সঙ্গে দেশকে মুক্ত করার সংগ্রামে অগ্রসর হচ্ছেন যে, আশা করা যায় এ বৎসর শেষ হওয়ার আগেই ঢাকার বুকে স্বাধীন বাংলাদেশের গৌরবোজ্জ্বল পতাকা উড্ডীন হবে।
তিনি বলেন, মুক্তিবাহিনী এখন স্থল, নৌ এবং বিমানবাহিনী দ্বারা সজ্জিত এবং ইতিমধ্যেই নৌ বাহিনীর ডুবুরী গেরিলারা অসাধারণ সাফল্য অর্জন করেছেন। এখন বাংলা দেশের টাঙ্গাইল, যশোর, খুলনার সুন্দরবন, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, রংপুর ইত্যাদি অঞ্চলে ২৫,০০ বর্গমাইল এলাকা মুক্তিবাহিনী অসম সাহসী যোদ্ধারা মুক্ত করেছেন এবং এসমস্ত অঞ্চলে বেসামরিক শাসনব্যবস্থা কায়েম হয়েছে।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল