বিপ্লবী বাংলাদেশ
২১ নভেম্বর ১৯৭১
বসন্তপুর মুক্ত
২০ নভেম্বর—খুলনা জেলায় বসন্তপুরে পাক হানাদারদের গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল। আজ মুক্তিবাহিনী সেই ঘাঁটি আক্রমণ করে পাক হানাদার তাড়িয়ে বসন্তপুর মুক্ত করে। প্রায় ২০ ঘন্টাব্যাপী এই সংঘর্ষে ৩০ জন পাকসেনা ও রাজাকার নিহত হয়।
সেক্টর কম্যান্ডার মেজর জলিল সংঘর্ষের সময় যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলেন। এই সম্মুখ যুদ্ধে মুক্তিবাহিনীর নেতৃত্ব করেন ক্যাপ্টেন হুদা।
শত্রুসেনারা আত্মরক্ষার জন্য এইচ.এম.জি, এম.এম.জি, এবং মর্টার ব্যবহার করেছিল। কিন্তু মুক্তিবাহিনীর প্রবল আক্রমণের ফলে তারা পালিয়ে যেতে বাধ্য হয়।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল