বিপ্লবী বাংলাদেশ
২১ নভেম্বর ১৯৭১
যে লড়াই জয়ের লড়াই
—মিঃ বর্শগ্রেভ
অ্যামেরিকার ‘নিউজউইক’ কাগজের সিনিয়র এডিটর মিঃ আর্নো দ্য বর্শগ্রেভ নভেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসেন। তিনি বলেন যে, তাঁর সাথে যে গ্রামবাসীরই দেখা হয়েছে সেই বলেছে বাংলাদেশ স্বাধীন করতেই হবে। এক সরকারী কর্মচারী মিঃ বর্শগ্রেভকে বলেন যে যদিও আজ পাক জঙ্গিশাহী তাঁর মুখ বন্ধ করে রেখেছে, তবু তিনি ‘স্বাধীন বাংলা’ বলার সুযোগ শীগগীরই পাবেন।
মিঃ বর্শগ্রেভ আরও বলেন যে পাক জঙ্গীশাহী বাঙালীর মুক্তিযুদ্ধকে খুবই ছেলেখেলার মতো বলে প্রমাণ করতে চাইছে। তার কারণ, হয়তো পাক জঙ্গীশাহীর বিশ্বময় এই দাম্ভিক প্রচারের মূলে রয়েছে তাদের আসন্ন পরাজয় ঢাকার চেষ্টা।”
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল