You dont have javascript enabled! Please enable it! 1971.11.07 | অস্ত্রসহ রাজাকার বন্দী | বিপ্লবী বাংলাদেশ - সংগ্রামের নোটবুক

বিপ্লবী বাংলাদেশ
৭ নভেম্বর ১৯৭১

অস্ত্রসহ রাজাকার বন্দী

কুষ্টিয়া-যশোহর ও খুলনা রণাঙ্গন :
মুক্তি-বাহিনীর বীর যোদ্ধাগণ গোয়ালহাটের সন্নিকটে দুজন এবং কোস্তনিয়ার নিকটে পাঁচজন পাকসেনাকে হত্যা করে। এ ছাড়া যশোহর জেলার গদখালী ও নাবারুন-এর মাঝামাঝি এক জায়গায় রেল লাইন উড়িয়ে দিয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয়। মুক্তি যোদ্ধারা চুড়ামনকাঠির কোন এক জায়গায় ১৪টি রাইফেল সহ ১৮ জন রাজাকারকে আটক করতে সমর্থ হয়। খুলনা জেলার খাজুরা, হামিদপুর, লেবুতলা, ওসমানপুর প্রভৃতি এলাকায় হানাদার পাক বাহিনী আক্রমণ চালালে বীর মুক্তিযোদ্ধারা এর পাল্টা আক্রমণ চালায়। ফলে ১৮ জন পাক সেনা খতম হয়। খুলনার শ্যামনগরের কাছে এক আক্রমণ চালিয়ে মুক্তি বাহিনী ৪ জন খানসেনাকে হত্যা করে।

সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল