বিপ্লবী বাংলাদেশ
১৪ নভেম্বর ১৯৭১
বাংলাদেশ সমস্যার সমাধানে
পঃ জার্মানী এগিয়ে আসবে
বন, ১১ই নভেম্বর, আজ এখানে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে দ্বিতীয় দফার আলোচনাশেষে পশ্চিম জার্মানীর চ্যান্সেলর সাংবাদিকদের নিকট বলেন, পশ্চিম জার্মানীও চায় বাংলাদেশ সমস্যার আশু সমাধান।
শ্রীমতি গান্ধীর সাথে দুইদিনব্যাপী আলোচনার সমাপ্তিতে পশ্চিম জার্মানী সরকারের নীতি বিষয়ক এক ঘোষণায় বলা হয়েছে, “পূর্ব-বাংলা সমস্যার রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে হবে যাতে বিরোধের বর্তমান পরিস্থিতি দূর হয় এবং শেষ পর্যন্ত শরণার্থীরা স্বদেশে ফিরে যেতে সক্ষম হয়।” শ্রীমতী গান্ধী ভারতীয় উপ-মহাদেশের সমস্যাবলী যে ভাবে তুলে ধরেছেন তাতে চ্যান্সেলর মিঃ ব্রান্ড উদ্বিগ্ন হয়েছেন বলে জানা গেছে। মিঃ ব্রান্ড তাঁর মতামত জানিয়ে পাক প্রেসিডেন্টের নিকট চিঠি পাঠিয়েছেন।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল