বিপ্লবী বাংলাদেশ
৭ নভেম্বর ১৯৭১
হুসেন আলী কি নিহত?
এখানকার বাংলাদেশ মিশনের প্রধান জনাব হুমায়ুন রশীদ চৌধুরী আশঙ্কা প্রকাশ করেন পাক গোয়েন্দা তৎপরতার সহকারী জনাব হুসেন আলী প্রহারের চোটে হয়ত নিহত হয়েছেন। হুসেন আলীর পরিবারবর্গকে দূতাবাসে বন্দী করে রাখা হয়েছে। জনাব চৌধুরী অবিলম্বে হুসেন আলী ও তাঁর পরিবারবর্গের মুক্তি দাবি করে পাক হাই কমিশনার সাজ্জাদ হায়দারকে এক চরমপত্র দিয়েছেন। এতে বলা হয়েছে ৪৮ ঘন্টার মধ্যে যদি হুসেন আলী ও তাঁর পরিবারবর্গকে মুক্তি দেওয়া না হয় তাহলে উপযুক্ত প্রতিশোধ নেওয়া হবে।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল