বিপ্লবী বাংলাদেশ
৩১ অক্টোবর ১৯৭১
মুক্তিসংগ্রামে চীনের সমর্থন কামনা
মুজিবনগর, ২৭শে অক্টোবর, অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম আজ বাংলাদেশের মুক্তি সংগ্রামের চীনের সমর্থন চেয়েছেন।
রাষ্ট্রসংঘে চীনের অন্তর্ভূক্তিতে চেয়ারম্যান মাও-সেতু-এর নিকট এক অভিনন্দন বাণীতে বলা হয়েছে, নির্যাতিত মানবাত্মার সশস্ত্র অভ্যুত্থানের দ্বারা উপনিবেশ থেকে মুক্ত একটি মহান জাতির এক বিরাট সাফল্য। বাংলাদেশের জনগণও আজ পশ্চিমা অত্যাচার আর নিষ্পেষণ থেকে মুক্ত হওয়ার জন্য সংগ্রামে লিপ্ত। তাই বাংলার নির্যাতিত মানুষ অধিকার ও স্বাধীনতার সংগ্রামে চীনের সমর্থন আশা করে।
ওই বার্তায় চীনের জন-গণের সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়েছে বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল