You dont have javascript enabled! Please enable it! 1971.10.31 | বাংলাদেশ পাকিস্তানের ঘরোয়া সমস্যা নয় —টিটো | বিপ্লবী বাংলাদেশ - সংগ্রামের নোটবুক

বিপ্লবী বাংলাদেশ
৩১ অক্টোবর ১৯৭১

বাংলাদেশ পাকিস্তানের ঘরোয়া সমস্যা নয়
—টিটো

বেলগ্রেড, ২৭শে অক্টোবর, প্রেসিডেন্ট টিটো বলেছেন, বাংলাদেশে পাক-ফৌজের “সামরিক হস্তক্ষেপের” ফলে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ দেশ ছাড়া হয়েছে। সুতরাং বাংলাদেশ আজ আর পাকিস্তানের ঘরোয়া ব্যাপার হতে পারেনা। এমন কি এটি পাক-ভারত সমস্যাও নয়। এ সম্পূর্ণ আন্তর্জাতিক সমস্যা, অতএব আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন।

সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল