You dont have javascript enabled! Please enable it! 1971.10.31 | পাক সেনাদের চা পান নিষিদ্ধ হল | বিপ্লবী বাংলাদেশ - সংগ্রামের নোটবুক

বিপ্লবী বাংলাদেশ
৩১ অক্টোবর ১৯৭১

পাক সেনাদের চা পান নিষিদ্ধ হল

২৯শে অক্টোবর, বিশ্বস্তসূত্রে পাওয়া খবরে জানা গেছে জঙ্গীশাহী অবশেষে বাংলাদেশে হানাদারদের জন্য চা পান নিষিদ্ধ করেছে। এর কারণ বাংলাদেশে মুক্তি যুদ্ধ শুরু হবার পর চা বাগানগুলির কাজ একেবারে বন্ধ হয়ে গেছে, তা ছাড়া মুক্তি যোদ্ধারা বহুসংখ্যক চা বাগান ধ্বংস করে দিয়েছে। এর ফলে বাংলাদেশে চা দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। শুধু বাংলাদেশেই নয় রাওয়ালপিন্ডি, করাচী, ইসলামাবাদেও চায়ের ব্যাপক অভাব দেখা দিয়েছে। এ অভাব পূরণ করতে হলে জঙ্গীশাহীকে বিদেশ থেকে চা আমদানী করতে হবে। তার জন্য প্রায় ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রার দরকার হবে। কিন্তু হালে জঙ্গীশাহীর ভাগাড় শূন্য। অস্ত্রশস্ত্র কেনাই দুষ্কর চা তো দূরের কথা। এইসব দিকে বিবেচনা করেই জঙ্গীশাসক কর্তৃপক্ষ সেনাদের চা পান নিষিদ্ধ করেছে।

সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল