২ এপ্রিল ১৯৭১ঃ ভারতীয় পার্লামেন্টে বাংলাদেশের জনগনের সংগ্রামে পূর্ণ সমর্থন
ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষে বাংলাদেশের জনগনের সংগ্রামে ভারতীয় জনগণের পূর্ণ সমর্থন ও সহানুভূতি প্রকাশ করে সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহীত হয়। সংসদের উভয় কক্ষে প্রস্তাবটি উত্থাপন করেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। বিনা আলোচনাতেই প্রস্তাবটি গৃহীত হয়। হিমাচল বিধান সভা অনুরুপ একটি প্রস্তাব পাশ করেছে। পাকিস্তান ভারতের কাছে তার দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়। ভারতের বেতারের বরাত দিয়ে পাকিস্তান টাইমস জানিয়েছে পূর্ব পাকিস্তানে রক্তপাত বন্ধে পাকিস্তানের সহিত আলচনার জন্য সোভিয়েত সরকারের প্রতি আহবান জানিয়েছেন বলে জানা গেছে। মস্কোয় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদুত ডি পি ধর এবং সোভিয়েত পর রাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সাথে আলোচনায় এ অনুরোধ জানানো হয় বলে তিনি জানান। লন্ডনে ভারতীয় হাই কমিশনার আপা পন্থ বলেছেন ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরে গিয়ে পাকিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।