বিপ্লবী বাংলাদেশ
২৪ অক্টোবর ১৯৭১
বঙ্গবন্ধু নৌবহরে আলোচনা সভা
২৩শে অক্টোবর, বাংলাদেশের ৯ নং সেক্টরের কোন একস্থানে বঙ্গবন্ধু নৌবহর নং ১ এর একটি নৌযানে এক আলোচনা সভার আয়োজন করেন। এই আলোচনায় বাংলাদেশের জনপ্রতিনিধিগণ, সরকারের উচ্চতম পদের কর্মচারীগণ এবং মুক্তিবাহিনীর অধিনায়কগণ অংশ গ্রহণ করে, অতিথীবৃন্দ ৯ নং সেক্টরের মুক্তিযোদ্ধাদের ভূয়সী প্রশংসা করেন। অতিথীগণ বঙ্গবন্ধু নৌবহর নং ১ পরিদর্শন করেন।
প্রকাশ থাকে যে এই সকল নৌযান ৯ নং সেক্টরের মুক্তিযোদ্ধারা বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চল হতে পাক হানাদারদের কাছ থেকে ছিনিয়ে এনেছে। এখানে উল্লেখ প্রয়োজন যে চলতি মাসের তৃতীয় সপ্তাহের শেষদিকে মুক্তিযোদ্ধারা একখানা বৃহৎ-নৌযান হানাদারদের কাছ থেকে ছিনিয়ে এনে বঙ্গবন্ধু নৌবহরের সাথে যোগ করেছে।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল