বিপ্লবী বাংলাদেশ
২৪ অক্টোবর ১৯৭১
ইয়াহিয়ার নৃশংসতার তীব্র ভর্ৎসনা
টোকিও, ২২শে অক্টোবর, জাপানের দু’টি জাতীয় দৈনিক ‘আসাহি শিমবুন’ এবং ‘হিয়োমিউরি’ পাক জঙ্গী শাহীকে বাংলাদেশে গণহত্যা চালিয়ে যাওয়ার জন্য তীব্র ভর্ৎসনা করেছে এবং আমেরিকা, রাশিয়া ও চীনকে রাজনৈতিক সমাধানে সচেষ্ট হতে বলেছেন।
বহুল প্রচারিত কাগজ দু’টিতে বলা হয়েছে, এই তিন বৃহৎ শক্তি বাংলাদেশে গণহত্যা বন্ধ করতে না পারায় ভারত-পাক উপমহাদেশে বিপদজনক পরিস্থিতির উদ্ভব হয়েছে।
‘হিয়োমিউরি’ মন্তব্য করেছেন, বাংলাদেশকে সৈন্যের বলে আর দমিয়ে রাখা যাবেনা। ভারতের কথা বলতে গিয়ে এই পত্রিকা বলেছেন, লক্ষ লক্ষ শরণার্থীর বোঝা বহন করেও অসীম ধৈর্যের পরিচয় ভারত দিয়েছে।
‘আসাহি শিমবুন’ মার্কিন সরকারকে বলেছেন যেত পাক সরকারকে যেন সামরিক সাহায্য দেওয়া না হয়।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল