বিপ্লবী বাংলাদেশ
১৭ অক্টোবর ১৯৭১
বাংলাদেশের সাঁতারুর বিশ্বরেকর্ড
চাঁদপুরের তরুণ সাঁতারু মিঃ অরুণ কুমার নন্দী অবিরাম ৯০ ঘন্টা ৫ মিনিট সাঁতার কেটে বিশ্বে নতুন রেকর্ড সৃষ্টি করেছেন। এর আগে কেউই এতক্ষণ একটানা সাঁতার কাটেননি।
ইনি ইংলিশ-চ্যানেল সন্তরণকারী মিঃ ব্রজেন দাসের শিষ্য। ইনি ৮ই অক্টোবরের সকাল ৮-৩৫ মিঃ তে সাঁতার আরম্ভ করেন, এবং ১১ তারিখে রাত ২-৪০ মিঃ তে সাঁতার শেষ করেন। এতোদিন বিশ্বরেকর্ডটি ছিল এক অ্যামেরিকান সাঁতারুর, এবং সেটির সময় ছিল ৮৮ ঘন্টা ৫৬ মিনিট।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল