You dont have javascript enabled! Please enable it! 1971.10.10 | জীবনকে মৃত্যুর কাছে দিয়েছে ওরা বিলিয়ে | বিপ্লবী বাংলাদেশ - সংগ্রামের নোটবুক

বিপ্লবী বাংলাদেশ
১০ অক্টোবর ১৯৭১

জীবনকে মৃত্যুর কাছে
দিয়েছে ওরা বিলিয়ে
(ষ্টাফ রিপোর্টার)

সম্প্রতি বাংলাদেশ ভ্রমণ করতে গিয়ে জানা গেছে বাংলাদেশের কয়েক হাজার লাঞ্ছিতা যুবতীকে পাক সৈন্যরা মুক্তি দিয়েছে। বিগত ২৫শে মার্চের যুদ্ধ শুরু হওয়ার পর বাংলাদেশের নগর-বন্দর-গ্রাম থেকে ইয়াহিয়ার গুন্ডা সৈন্যরা এই সমস্ত যুবতীদের জোর করে ধরে নিয়ে সৈন্য ছাউনিতে আটকে রেখেছিল।
এই কয়েক হাজার সদ্য-মুক্ত মেয়েরা পাক সৈন্য ছাউনি থেকে মুক্ত হয়ে জীবনের সবকিছু হারিয়েও আবার নতুন করে বাঁচবার আশায় তাদের বাবা-মার কাছে ফিরে গিয়েও দেখা করতে পারেনি। কারণ এদের অনেকেরই বাবা-মা হয় পাক সেনাদের হাতে মৃত্যুবরণ করেছে নয়তো দেশত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছে।
শেষ আশ্রয়টুকু হারিয়ে আজ এই সব যুবতীরা পথে এসে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছে। তবে মৃত্যুর আগে এরা শপথ নিয়েছে প্রতিহিংসার। যারা তাদের সুন্দর জীবনকে অপবিত্র করেছে তাদের শেষ করে তবে এরা পৃথিবী থেকে মুক্তি নেবে বলে জানা গেছে।
বাংলাদেশের প্রতিটি শহরে এরা সক্রিয় হয়ে উঠেছে। জানা গেছে যখন খানসেনারা রাস্তায় টহল দিতে নামে তখন এই সব যুবতীরা আক্রমণ চালিয়ে অনেক খানসেনাকে খতম করে মৃত্যুবরণ করেছে। এদের কাছে অস্ত্র বলতে দেশী অস্ত্র থাকে।

সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল