বিপ্লবী বাংলাদেশ
১০ অক্টোবর ১৯৭১
মুক্তিবাহিনীকে অস্ত্র সাহায্যের সুপারিশ
বৃটিশ লেবার পার্টি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অস্ত্রেশস্ত্রে সজ্জিত করার আহ্বান জানিয়েছেন। এ ব্যাপারে বৃটেন সরকার পিছিয়ে থাকলেও লেবার পার্টিকেই দায়িত্ব বহন করতে হবে বলে জনৈক প্রতিনিধি দাবি করেন।
বিচারপতি আবু সঈদ চৌধুরীও এই বৈঠকে বক্তৃতা দেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রাক্তন মন্ত্রী পিটার শোর। জন ষ্টোর হাউস, লর্ড ফেনার ব্রকওয়ে, জুলিয়াস সিলভারম্যান ও ব্রস ভগলাসমান প্রমুখ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল