বিপ্লবী বাংলাদেশ
১৯ সেপ্টেম্বর ১৯৭১
জঙ্গী ইয়াহিয়া তেহরানে
১৪ই সেপ্টেম্বর, জানা গেছে জঙ্গী ইয়াহিয়া মুক্তিবাহিনীর তৎপরতায় বেসামাল হয়ে পড়েছে। বারবার কঠোর হয়েও বাংলার দামাল ছেলেগুলোকে ধ্বংস করতে পারেননি। শেষে বাধ্য হয়ে এখন অন্য উপায় খুঁজতে পথে বেরিয়েছেন। তথ্যাভিজ্ঞ মহল মনে করছেন ইয়াহিয়ার সদ্য ইরান সফরের কারণ, বাংলাদেশের ব্যাপারে আপোষ করার জন্য ইরানের মাধ্যমে মধ্যস্থতা করা। কেননা মুক্তি বাহিনীর ক্রমবর্ধমান তৎপরতায় ইয়াহিয়া দিশাহারা। তাই একটা আপোষ করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু এ আশা দুরাশা মাত্র। রক্তের নদী পেরিয়ে যে স্বাধীনতা ঘোষণা করেছে বাঙালী তা অর্জন না হওয়া পর্যন্ত কোন আপোষ নেই জঙ্গীশাহীর সঙ্গে।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল