বিপ্লবী বাংলাদেশ
২৬ সেপ্টেম্বর ১৯৭১
বাংলাদেশকে মুক্ত করার জন্য সশস্ত্র আন্তর্জাতিক বাহিনী
(ভারতীয় প্রতিনিধি প্রেরিত)
নয়াদিল্লী, সর্বোদয় নেতা জয় প্রকাশ নারায়ণ এখানে বলেন, স্পেনের গৃহযুদ্ধের সময় যে আন্তর্জাতিক বাহিনী গঠিত হয়েছিল ঠিক বাংলাদেশের মুক্তি যুদ্ধের সাহায্যার্থে এ জাতিয় বাহিনী গঠিত হওয়া উচিত। এ প্রসঙ্গে প্রখ্যাত ফরাসী লেখক এবং স্পেনের গৃহযুদ্ধ কালীন গেরিলা নেতা যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের হয়ে যুদ্ধ করেছিলেন সেই আঁদ্রে ম্যালবোকে বাংলাদেশের মুক্তি যুদ্ধের নেতৃত্ব তাঁর উপর অর্পন করা উচিত বলে মন্তব্য করেন। শ্রীনারায়ণ আরো বলেন, যতক্ষণ না প্রতিটি হানাদার পাক সেনা বাংলাদেশ থেকে বিতাড়িত হচ্ছে এবং বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত একজন শরণার্থীও বাংলাদেশে ফিরে যাবেনা।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল