বিপ্লবী বাংলাদেশ
২৬ সেপ্টেম্বর ১৯৭১
বাংলাদেশ সমস্যার সমাধান চাই—উথান্ট
রাষ্ট্রসংঘের জেনারেল সেক্রেটারী আজ আবার বলেছেন, যে বাংলাদেশে সমস্যার সমাধান হওয়া উচিত। বাংলাদেশে রাজনৈতিক সমাধানের ব্যাপারে সন্তোষজনক অগ্রগতি না হওয়া পর্যন্ত পূর্ব বাংলায় স্বাভাবিক অবস্থা ফিরে আসবেনা। তিনি আরো বলেন, শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তনের সম্পর্কে ইয়াহিয়া আবেদন ব্যর্থ হয়েছে। বাংলাদেশে বিপর্যয়ের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের ব্যাপক বিপর্যয়ে মানবতার সেবায় বিশ্ব-সমাজ এগিয়ে আসতে বাধ্য না হলে পূর্ব বাংলায় অচিরেই মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেবে। তিনি বলেন, বাংলাদেশের সমস্যা উপ-মহাদেশে গুরুতর বিপর্যয় ডেকে আনতে পারে কাজেই বিশ্ব-সমাজ নিশ্চল থাকলে চলবেনা।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল