বিপ্লবী বাংলাদেশ
১৯ সেপ্টেম্বর ১৯৭১
কঠোর শাস্তি পেতে হবে!
সেপ্টেম্বর, বাংলাদেশ। জানা গেছে, পাকিস্থানী পুলিশদের ছুটির আবেদনের কারণ যদি না টেঁকে তবে কঠোর শাস্তি পেতে হবে ছুটি দরখাস্তকারীদের। এ থেকে পরিষ্কার হয়ে গেছে যে, পাকিস্থানী পুলিশরা ছুটি মঞ্জুর হওয়ার পর তারা পশ্চিম পাকিস্থানে পালিয়ে যায়। খবর পাওয়া গেছে, মুক্তি বাহিনীর প্রচন্ড মারে কিছুদিন আগে আগত এই সব পাঞ্জাবী পুলিশরা এরই মধ্যে পালাতে শুরু করেছে, কেন না এই সব পুলিশের আত্মীয়-স্বজনরা তাদের যে ভাবে হোক বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার জন্য বার বার চিঠি লিখছে। এর পরিপ্রেক্ষিতেই পাক সরকার এই কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। পর্যবেক্ষক মহল মনে করছেন এই কঠোর ব্যবস্থা দ্বারাও এদের আটকিয়ে রাখা সম্ভব হবে না। কেন না মুক্ত বাহিনীর ভয়ে এরা ভীত, সন্ত্রস্ত।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল