২ এপ্রিল ১৯৭১ঃ বাহিনী পুনর্গঠন ও প্রতিরোধ যুদ্ধ- চট্টগ্রাম
পাক বাহিনী ট্যাঙ্ক নিয়ে বিমান হামলার সাহায্য নিয়ে কোর্ট হিল আক্রমন করলে মেজর রফিকের বাহিনী পশ্চাদপসরণ করে ফলে চট্টগ্রাম শহরের পতন ঘটে। এদিনই মেজর রফিক অস্রের জন্য সাবরুম যান। সেখান থেকে আগরতলা যান। আগরতলায় তিনি বিএসএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তা কালিয়ার সাথে দেখা করেন। তারপর তাকে এক জায়গায় রাখা হয় সেখানে ভারতীয় কর্মকর্তারা তার আনুগত্য পরীক্ষার জন্য জিজ্ঞাসাবাদ করেন। পরে মেজর রফিক আগরতলায় মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহ এর সাথে বৈঠক করেন। মুখ্যমন্ত্রী তাকে জানান সাহায্যের জন্য দিল্লীর অনুমতি প্রয়োজন এবং তা খুব শীঘ্রই পাওয়া যাবে বলে জানান। তিনি মেজর রফিককে বলেন সাহায্যের জন্য প্রয়োজনে তাকে দিল্লী প্রেরন করা হবে। মেজর রফিক ৯২ বিএসএফ এর কর্নেল ঘোষ এর সাথেও সাক্ষাৎ করেন। কর্নেল ঘোষ সরকারের অনুমোদন ছাড়াই কিছু অস্র সাবরুম থানায় পাঠান। অস্র হস্তান্তরের জন্য কর্নেল ঘোষ ক্যাপ্টেন মেহের সিং কে তার সাথেই সাবরুম পাঠান।