বিপ্লবী বাংলাদেশ
৫ সেপ্টেম্বর ১৯৭১
বঙ্গবন্ধুর বিহার প্রহসন স্থগিত
১লা সেপ্টেম্বর, করাচী। বিশ্ব বিবেক আজ বঙ্গবন্ধুর বিচার প্রহসনে সোচ্চার হয়ে উঠেছে। বিশ্বের বন্ধু রাষ্ট্র নেতা, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবি শেখ মুজিবর রহমানের বিচার প্রহসনে পাক জঙ্গী শাহীর সমালোচনা করেছেন। ভারত সরকার কয়েকদিন আগে ঘোষণা করেছিলেন শেখ মুজিবের জীবন নাশ করা হলে ভারত সরকার এবং তার জন-সাধারণ বরদাস্ত করবেনা। বিশ্ব-বিবেকের ধিক্কার এবং ভারতের হুমকিতে জল্লাদ ইয়াহিয়ার নেশা কেটেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে জঙ্গী ইয়াহিয়া বঙ্গ-বন্ধুর বিচার প্রহসন তিন মাসের জন্য স্থগিত রেখেছে।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল