বিপ্লবী বাংলাদেশ
৫ সেপ্টেম্বর ১৯৭১
পাকিস্তানকে সমাধি দিয়েছে জঙ্গীশাহী
গফফার খান
১লা আগষ্ট, কাবুল—পাখতুন দিবসে সীমান্ত গান্ধী খান গফফার খান আবার পাক সরকারের গণহত্যার নিন্দা করেছেন। বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলি বাংলাদেশের ব্যাপারে নীরব ভূমিকা পালন করায় তিনি বিশ্ব মুসলিম বিবেকের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, জঙ্গীশাহী লাখো লাখো লোককে হত্যা করেছে। বাংলাদেশের শহর—গ্রামগুলিকে পুড়িয়ে দিয়েছে, লক্ষ লক্ষ লোককে দেশছাড়া করেছে, আজ এসব নিরাশ্রয় মানুষগুলো পাহাড়ে পর্বতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এসব করে ইয়াহিয়া সরকার নিজেই পাকিস্থানকে সমাধি দিয়েছে। তিনি বিশ্বের শান্তিকামী মানুষের কাছে এক আবেদন জানিয়ে বলেছেন, অবিলম্বে বাংলাদেশের ব্যাপারে বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল