বিপ্লবী বাংলাদেশ
২৯ আগস্ট ১৯৭১
ইরাকের রাষ্ট্রদূত আবদুল ফতের বিবৃতি
লন্ডন। ইরাকের প্রাক্তন রাষ্ট্রদূত আবদুল ফতে এক বিবৃতিতে বলেছেন যে, এখন থেকে আমি বাংলাদেশের অনুগত ও বাংলার মুক্তি যুদ্ধের সৈনিক। এখন থেকে তিনি বাংলা দেশ সরকারের নির্দেশ মতো চলবেন। তিনি বলেন, আমার কিছু সম্পত্তি আছে ঢাকায়। আমি জানি আমার ঘোষণার পরপরই ইয়াহিয়া চক্র তা বাজেয়াপ্ত কিংবা ধ্বংস করবেন, কিন্তু সে জন্য আমার চিন্তা নেই। কেননা আমার কাছে সম্পত্তি অপেক্ষা বাংলার মুক্তি অনেক বড়। মিঃ ফতে বর্ত্তমানে লন্ডনস্থ বাংলা দেশ মিশনের ভারপ্রাপ্ত দূত বিচারপতি আবু সঈদ চৌধুরীকে সর্বরকম সাহায্য করে চলছেন।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল