বিপ্লবী বাংলাদেশ
২৯ আগস্ট ১৯৭১
চট্টগ্রামের যুদ্ধ-জাহাজ পালিয়েছে
২৪শে আগষ্ট, চট্টগ্রাম। জানা গেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে দমিয়ে রাখবার জন্যে জঙ্গী ইয়াহিয়া সরকার তার যে বৃহত্তম জাহাজ তিনটি পশ্চিম পাকিস্তান থেকে নিয়ে এসেছিলেন, হঠাৎ সেই জাহাজ তিনটি চট্টগ্রাম বন্দর থেকে উধাও হয়েছে। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, বাংলাদেশের নৌবাহিনীর তৎপরতায় জঙ্গী শাহী ভয় পেয়ে এই জাহাজ তিনটি পশ্চিম পাকিস্তানে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। এই জাহাজ তিনটির নাম যথাক্রমে বাবর, জাহাঙ্গীর ও বদর।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল