You dont have javascript enabled! Please enable it! 1971.08.29 | ভারতীয় ক্রিকেট খেলোয়াড়গণ উপমহাদেশর গৌরব | বিপ্লবী বাংলাদেশ - সংগ্রামের নোটবুক

বিপ্লবী বাংলাদেশ
২৯ আগস্ট ১৯৭১

ভারতীয় ক্রিকেট খেলোয়াড়গণ উপমহাদেশর গৌরব

মুজিবনগর ২৮শে আগষ্ট। ভারতীয় ক্রিকেট খেলোয়াড়রা ক্রিকেটের যাদুকরের দেশ ইংল্যান্ডের মাঠে যে জয়ের গৌরব অর্জ্জন করেছে ও প্রথম রাবার লাভ করেছে তার জন্যে উপমহাদেশের সকলেই গৌরব বোধ করবেন। ভারতের জনগণের এই আনন্দের মুহূর্তে বাংলাদেশের সাড়ে সাতকোটী নির্য্যাতিত ও সংগ্রামী মানুষের পক্ষ থেকেও অভিনন্দন পাবার যোগ্য।

সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল