বিপ্লবী বাংলাদেশ
৪ আগস্ট ১৯৭১
বাংলাদেশ সরকারের নির্দ্দেশাবলী
১। স্বাধীনতা সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের আদেশ ১৭টি নির্দ্দেশাবলী মেনে চলুন এবং গ্রামবাসী সকলকে মানতে অনুরোধ করুন। ২। জঙ্গী ইয়াহিয়া সরকারের প্রশাসনিক ব্যবস্থা পূর্ণ প্রতিষ্ঠার সকল প্রচেষ্টাকে বানচাল করুন।
৩। মুক্তি ফৌজকে সর্বপ্রকার সাহায্য করুন—কারণ তাঁহারা বাংলাদেশ স্বাধীনতার জন্য রক্ত দিয়ে সংগ্রাম করে যাচ্ছে। তারা আপনাদের সংগ্রামী ভাই এটা আপনার নৈতিক কর্তব্য।
৪। পাক বাহিনীকে সকল প্রকার সাহায্য থেকে বঞ্চিত করুন। আপনার নিজ নিজ বুদ্ধি দ্বারা তাদের ক্ষতি সাধন করুন।
৫। স্বাধীনতা সংগ্রামে কোন আপোষ নাই, কষ্ট আমাদের করতে হবে। “রক্ত যখন দিতে শিখেছি তখন আরো দেব, দেশকে স্বাধীন করব, ইনশা আল্লাহ্।”
৬। পাক সেনাবাহিনীর তাবেদাররা হুঁশিয়ার! তাদেরকে একে একে মুক্তি ফোজ সমূলে বিনাশ করবে। আপনারা এগিয়ে আসুন ও বিশ্বাসঘাতদের চরম শিক্ষা দিন।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল