বিপ্লবী বাংলাদেশ
৪ আগস্ট ১৯৭১
বাঙলাদেশে এ পর্যন্ত কুড়ি হাজারেরও বেশী পাক সৈন্য খতম—কর্ণেল ওসমানি
বাংলাদেশের কোন এক স্থান, ২রা আগষ্ট (পিটিআই)—খুব কম করে ধরলেও জানা গিয়াছে যে, ২৫শে মার্চ বাংলাদেশে পাক সেনাদের অভিযান সুরু হওয়ার পরে থেকে পাকিস্তানী বাহিনীর ২০ হাজারেরও অধিক অফিসার ও সৈন্য বাংলাদেশে মুক্তিসেনাদের সঙ্গে সশস্ত্র সংঘর্ষে নিহত হয়েছে।
প্রধান সেনাবাহিনী বলেন যে, শত্রুপক্ষের অফিসার ও সৈন্য এত দ্রুত ও অধিক হারে খতম হওয়ায় পাকিস্তানী সেনারা বিচলিত ও হতাশ হয়ে পড়েছে।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল